নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানে প্রতিদিনের ন্যায় সাতক্ষীরা সদরে অসহায় ছিন্নমুল মানুষ ও ধুলিহর ইউনিয়নের ৩টি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (০১ মে) ১৮ রমজান বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর পীর মানিক চৌধুরী এতিমখানা, ভালুকা চাঁদপুর এতিমখানা কাম লিল্লাহ বোডিং ও ধুলিহর হযরত হালিমায়ে সাদিয়া (রঃ) এতিমখানায় ও লিল্লাহ বোডিংয়ে যান এমপি রবি। এসময় এমপি রবি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন। এছাড়াও তিনি সড়কে অসহায় ছিন্নমুল মানুষের মাঝেও ইফতার বিতরণ করেন এমপি রবি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ ভালুকা চাঁদপুর পীর মানিক চৌধুরী এতিমখানা, ভালুকা চাঁদপুর এতিমখানা কাম লিল্লাহ বোডিং ও ধুলিহর হালিমায়ে সাদিয়া (রঃ) এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় দেশের অগ্রগতি ও শান্তি কামনা এবং জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাটিয়া শাহী মসজিদের পেশ ইমাম মুফতী হাফিজুর রহমান।