নিজস্ব প্রতিবেদক: প্রকাশ্য দিবালোকে ছিনতাই করতে যেয়ে জনতার হাতে আটক হয়েছে ইয়াছিন (২৮) নামের এক ছিনতাইকারী। আটক ইয়াছিন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের মুজিবর রহমানের পুত্র। তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, আজ বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে আশাশুনির সীমান্তবর্তী তালা উপজেলার দৌলতপুর নামক স্থানে ডলার ভাঙ্গাতে ও ছিনতাই করতে যায় আশাশুনির মহাজনপুর গ্রামের ছিনতাই চক্র প্রধান রহমত বাহিনীর কতিপয় সদস্য। এ সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে উক্ত ছিনতাই চক্রের অন্যান্য ৭/৮ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে আটক হয় ইয়াছিন। স্থানীয়রা পরে তার ঠিকানানুযায়ী কুল্যা ইউপি চেয়ারম্যানকে খবর দিলে ইউপি চেয়ারম্যান সেখানে গ্রাম পুলিশ পাঠান। দফাদার ইয়াহিয়া ও গ্রামপুলিশ মিজান সেখানে যেয়ে আটক ইয়াছিনকে কুল্যা ইউনিয়ন পরিষদে নিয়ে হাজির করে। অতঃপর কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী আশাশুনি থানা পুলিশে খরব দেন। পওে থানা অফিসার ইনচার্জ গোলাম কবীর তাকে থানা হেফাজাতে নেন।
সূত্রে জানা গেছে, দৌলতপুরের স্থানীয় কার্ত্তিক নামক এক সন্ত্রাসীর আশ্রয়-প্রোশ্রায়ে রহমত বাহিনীর সদস্যরা ঐ এলাকা সহ বিভিন্নস্থানে তাদের ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। পাটকেলঘাটা থানার একটি দস্যুবৃত্তি মামলার মোস্ট ওয়ানটেড আসামী ছিনতাই চক্রের সদস্য ইয়াছিন গতকাল জনতার হাতে আটক হওয়ায় তাদের ছিনতাই কাজের তথ্যাদি ফাঁস হতে শুরু করেছে। আটক ইয়াছিনকে জিজ্ঞাসাবাদ করে উক্ত দুর্বৃত্তচক্রের মূলোৎপাটন করার দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসী।
এ ব্যাপারে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনতার দাবী ও নিয়মানুযায়ী আটক ইয়াছিনকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিবেন।