
নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর উদ্যোগে আবারো ৭টি উন্নতমানের বেড প্রদান করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে। বুধবার ( ১৪ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদার কাছে এসকল বেড হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান বাবু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসান বাহার বুলবুল, আশরাফুল করিম (ধনী), গাজী বিপ্লব, নাজমুল শাহাদাৎ জাকির প্রমুখ।
এবিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, সাতক্ষীরায় করোনা ভয়াবহ আকার ধারন করায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কে সম্পূর্ণ করোনা ডেডিকেটেড হাসপাতালে পরিনত করা হয়েছে। কিন্তু বেড এবং সরঞ্জামের সংকটে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। রোগিদের কথা চিন্তা করে হারুন পরিবার নিউইয়র্কের সার্বিক সহযোগীতায় ৭টি উন্নত মানের বেড সামেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।
এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা: কুদরত ই খুদা বলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু করোনার সংক্রমণের শুরু থেকেই সাতক্ষীরা মেডিকেল কলেজে আগত সকল রোগীদের চিকিৎসাসেবা শতভাগ নিশ্চিত করণে বিভিন্ন ব্যক্তিদের সহযোগীতায় চিকিৎসা সামগ্রী দিয়ে আসছেন। আজকেও হারুন পরিবার নিউইয়র্কের সহায়তায় তিনি করোনার এই ক্রান্তিকালে সামেক হাসপাতালের রোগিদের চিকিৎসা সহায়তায় উন্নমানের বেড দিয়েছেন। এজন্য সদর উপজেলা চেয়ারম্যানসহ হারুন পরিবার নিউইয়র্কের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করছি। তারা যেভাবে সাতক্ষীরার মানুষের সেবায় এগিয়ে এসেছেন সেটা চির স্মরণীয় হয়ে থাকবে।