
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আশাশুনি উপজেলার ৮ নং খাজরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো.শরবত আলী মোল্লাসহ একাধিক নৃশংস হত্যা মামলার আসামী ও গোপালগঞ্জের মেয়ে টুম্পাসহ ধর্ষণ মামলার আসামী চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাসির দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশ টায় নির্যাতিত পরিবারবর্গ ও খাজরা ইউনিয়ন বাসীর আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৮ নং খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী এড. মাসদুর রহমান, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, ইউপি সদস্য খোকা, প্রভাষক জাকিরুল ইসলাম, ইউপি সদস্য আনারুল ইসলাম, শরবতের ছেলে সবুজ প্রমুখ। মানববন্ধনে আশাশুনির ত্রাস একাধিক মামলার আসামী ডালিমের অত্যাচারে ক্ষতিগ্রস্ত খাজরা ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মানবন্ধনে বক্তারা বলেন নিহত শরবত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে প্রকাশ্যে দিবালোকে ফিল্ম স্টাইলে কুপিয়ে ডালিম ও তার সন্ত্রাসী বাহিনী হত্যা করেছে। সন্ত্রাসী ডালিম কুখ্যাত রাজাকার মোজাহার আলীর ছেলে। সে কিভাবে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে। বক্তারা আরও বলেন ডালিম টুম্পাসহ অসংখ্য নারী ধর্ষনকারী। সে এলাকায় চাঁদাবাজী থেকে শুরু করে ভূমি দখল করে বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করে কোটি টাকার মালিক হয়েছে। বক্তারা বলেন সন্ত্রাসী ডালিমকে চাঁদা না দিলে এলাকায় ঘেরবেড়ি করতে দিতো না। একাধিক মামলায় সে গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছে। এসময় বক্তারা ডালিমের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।