প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ও বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ’২০২০/২১ এর চূড়ান্ত পর্বের খেলা আগামী ২২ মার্চ-২০২১ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা দলের নিন্মোক্ত রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড়দের আগামী ১০ ই মার্চ-২০২১ সকাল ০৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের দলের ম্যানেজার শেখ মাসুদ আলী, সহকারী ম্যানেজার আবুল কাশেম বাবর আলী ও কোচ ইকবাল কবির খান (বাপ্পি)’র নিকট রিপোর্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে। রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড়দের নামের তালিকা: ১) কাবিজ ২) বিদ্যুৎ ৩) আরিচ ৪) রাসেল ৫)রাজিব ৬) হাদিসুর ৭) পারভেজ ৮) লিটন ৯) মামুন ১০) টোটন ১১) সুমন ১২) মহানন্দ ১৩) সাদ্দাম ১৪) পলাশ ১৫) সাগর ১৬) উজ্জল ১৭) বিল্লাল ১৮) মিয়ারাজ ১৯) সিদ্দিক ২০) সাব্বির ২১) মিলন ২২) জাকির।