অনলাইন ডেস্ক :
নতুন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশকে সহায়তা করতে দ্বিতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন। আগামীকাল বৃহস্পতিবার বিশেষ বিমানে চীনের এ সহায়তা ঢাকায় পৌঁছবে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারি আকার নিয়েছে। প্রত্যেক দেশেই করোনা ভাইরাসসংক্রান্ত মেডিক্যাল ইকুইপমেন্টের সংকট রয়েছে। বৃহস্পতিবার চীন সরকার তাদের প্রতিশ্রুত ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রটেকটিভ গাউন এবং ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটার আমাদের হস্তান্তর করবে। দুই দিন পর আরো ১৫ হাজার এন ৯৫ মাস্ক হস্তান্তর করবে চীন।
সূত্র-ইত্তেফাক