নিজস্ব প্রতিবেদক :
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগের নেতাকে আটক করে বিজিবি।
সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর ০৯.৪৫ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা আইসিপি হতে রাজেশ্বর দাস, পিতা-মৃত কার্তিক চন্দ্র দাস, গ্রাম-সরাপপুর, পোষ্ট-বাউচাষ, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা পরিবারসহ ভারতে গমনকালে সন্দেহজনভাবে আটক করা হয়। তাকে অদ্য ১৬০০ ঘটিকায় মুচলেখা গ্রহণ করে তার নিকট আত্মীয় এর নিকট সুস্থ্য অবস্থায় হস্তান্তর করা হয়েছে।