
নিজস্ব প্রতিবেদক: দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বেলা ১২টায় চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস বাংলাদেশ খুলনাঞ্চল কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। ডায়ালগ সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়’র প্রকল্প পরিচালক উপসচিব জাহান আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশন, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ’র উপসচিব তাহমিনা আক্তার, উপ সচিব হাসান, আইএমইডি’র পরিচালক কামাল হোসেন তালুকদার, ডিএসএস, ঢাকার অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জিআইজেড এর এডভাইজার টেকনিক্যাল এ্যান্ড মনিটরিং অফিসার রতন মানিক সরকার। এসময় উপস্থিত ছিলেন ব্রাক ইউডিপি’র কো অর্ডিনেটর মো. ইউছুপ আলী, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ কর্মী ফাতেমা খাতুন, সোস্যাল ল্যাব প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রবিন গাইন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা আলবিনো নাথ। পরে অতিথিবৃন্দ কারিতাস, কমিউনিটি সোস্যাল ল্যাবের ৭নং ওয়ার্ডের (ইটাগাছা পুর্বপাড়া) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।