ডেস্ক রিপোর্ট: অস্ত্র ও পর্ণোগ্রাফিসহ তিনটি মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ তিন জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক রেজওয়ানুজ্জামান শুনানি অন্তে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় দুই দিন, পর্নোগ্রাফির দুটি মামলায় একদিন করে দুইদিন রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড মজ্ঞুর হওয়া আসামীরা হলেন, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, জয়যাত্রা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকাশ ইসলাম ও শহরের মুনজিতপুর এলাকার রাসেল।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারান চন্দ্র পাল জানান, সদর থানায় দুই জন জনপ্রতিনিধির দায়ের করা দুটি পর্ণোগ্রাফি মামলা ও ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলামের দায়ের করা একটি অস্ত্র মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত মোট চারদিনের রিমান্ড মজ্ঞুর করেছে।
উল্লেখ্য, সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা সৈয়দ সাদিকুর রহমান সাদিকের দুই সহযোগী সাইফুল ইসলাম ও দ্বীপ গত ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনায় সাদিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। এরপর ১৬ ডিসেম্বর দুই জনপ্রতিনিধিসহ কয়েকজনকে নারীকে ব্যবহার করে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান সাদিক, জয়যাত্রা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকাশ ইসলামসহ ৫ সহযোগীর বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে দুটি মামলা হয়। এরপর ১৭ ডিসেম্বর রাতে ঢাকা থেকে ছাত্রলীগ নেতা সাদিক ও ব্লাকমেইল কাজে ব্যবহৃত তরুনী সুমাইয়া শিমুকে গ্রেফতার করে পুলিশ।