আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার চাপড়া কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে মেধা অন্বেষণ, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে মেধা অন্বেষণ কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব গাউছুল হোসেন রাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আসাদুল হক। অধ্যক্ষ রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ও মোশারফ হোসেন, দাতা সদস্য আলহাজ্ব দবির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোদন্ডা, হাড়িভাঙ্গা, কুন্দুড়িয়া, তেতুলিয়া, গাবতলা মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।