সাতনদী ডেস্ক: সাতক্ষীরায় আনসার সদস্যের বিরুদ্ধে চাকরি দেয়ার নাম করে অর্থ হাতিয়া নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার (১০ আগষ্ট) ভুক্তভোগী শহরের কামালনগর বউবাজার এলাকার উনি তো কাওসার আলী ছেলে মোহাম্মদ খাদেমুল ইসলাম @ শিবলু (৩৪) সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে, ৩০ ব্যাটালিয়ন সাতক্ষীরার সদস্য সিরাজগঞ্জ জেলার কুড়ালিয়া গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে আশরাফুল আলম( ৪৬) এর সাথে ভুক্তভোগী পূর্ব পরিচিত। অভিযুক্ত আনসার সদস্য ভুক্তভোগী ছোট ভাই তানভীর হোসেন শাওনকে বিমান বাহিনীতে চাকরি পাইয়ে দেবে বলে ১৩ মার্চ ২০২৩ তারিখে নগদ ১৫ লক্ষ টাকা গ্রহণ করে। উক্তি অনুযায়ী টাকা নেওয়ার এক মাসের মধ্যে ভুক্তভোগীর ভাইকে চাকরি পাইয়ে দেয়ার কথা জানায়। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও ভুক্তভোগী ভাইকে চাকরি দিতে না পারায় তার কাছে টাকা চাইলে সে আজকাল করে ঘোরাতে থাকে এবং বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে। ভুক্তভোগী অভিযুক্ত সদস্যের কাছে বারংবার টাকা ফেরত চাওয়ায় কৌশলে সে গত ৬ আগস্ট ২০২৩ তারিখে তার নিজ নামে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার একটি চেক (চেক নং- ৪২৬৯৭০৫) প্রদান করে। ঐদিন সকালে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেকের হিসাবে কোন টাকা জমা নেই বলে জানায়। এরপর দিন অভিযুক্তের ব্যক্তির কাছে এবং টাকার বিষয়ে আলাপ করলে সে বিভিন্নভাবে ভয় দেখায় এবং টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন। এব্যাপারে আনসার সদস্য আশরাফুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে ভুক্তভোগী অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।