লুৎফর রহমান মন্টু: কাস্টমের গোলঘরে ট্রাক প্রতি ১০০টাকা চাঁদা আদায় বন্ধের দাবিতে ধর্মঘট ডেকেছে ভারতীয় ট্রাক ড্রাইভারা। মঙ্গলবার কয়েক ঘন্টার বিপরীতে দুইবার ট্রাক চলাচল বন্ধ করে দেয় তারা।
ভারতীয় ট্রাক ড্রাইভারদের বরাতে জানা যায়, ঘোজাডাঙ্গা স্থলবন্দরের বিপরীতে ভোমরা স্থলবন্দরের প্রবেশ করতে গেলে কাস্টমের গোল ঘরে ট্রাক প্রতি ১০০ টাকা করে চাঁদা দিতে হয়। এই চাঁদার টাকা মালিক পক্ষ বহন করেনা বিধায় ড্রাইভারদের খোরপোস থেকে টাকা পরিশোধ করতে হয়। এ নিয়ে অসন্তোষ সৃষ্টি হলে মঙ্গলবার সকাল ৯:৫০ থেকে ১০:২০ পর্যন্ত বন্ধ রেখে আবারও কাজে যোগদান করে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে গোলঘরে টাকা চাইলে আবারও ধর্মঘট ডাকে ভারতীয় ট্রাক ড্রাইভারা। পরে বন্দরের কর্মকর্তাদের হস্তক্ষেপে তারা আবারও কাজে যোগদান করে।
চাঁদা বন্ধের দাবিতে ভারতীয় ট্রাক ড্রাইভারদের ধর্মঘট
পূর্ববর্তী পোস্ট