
আব্দুল্লাহ আল মাফফুজ: সাতক্ষীরা ট্রমা সেন্টারে চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না পেয়ে ম্যানেজারের উপর হামলা করেছে একদল সন্ত্রাসী। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের কাটিয়া ট্রমা সেন্টারে হামলার ঘটনা ঘটে। হামলার শিকার কাজি নাজমুল আহসান জনি জানান, উত্তর কাটিয়া এলাকার মৃত নজরুল সরদারের ছেলে লিটন ও ময়নার নেতৃত্বে অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার উপর চড়াও হয় ও মারধর করে। এ সশয় আমার কাছে থাকা ১২ হাজার ৩০০ টাকা তারা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে ভুক্তভোগী নাজমুল আহসান জনি বাদী হয়ে কাটিয়া পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।