আল মাহফুজ: কলারোয়ায প্রতিপক্ষের হামলায় বেশ কয়েক জন আহত। ঘটনাটি ঘটেছে কলারোয়া থানার ১১নং দেয়াড়া উইনিয়নের খোদ্দ গ্রামের মাছ বাজারে। আজ সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মাহমুদ আলী (৪৫) পিতা জবান আলী, সুন্নত আলী, (৬৫) জাহাঙ্গীর হোসেন, (৩০) কাশেম আলী, (৩০) ও মুক্তা বেগম (২২)। তথ্য অনুসন্ধ্যানে জানা যায়, মাছ বাজারে মিলন ও রাজ্জাকের হুকুমে একই গ্রামের ইদ্রিস আলীর তিন পুত্র শাহিন, তুহিন, জুয়েল ও তাদের সঙ্গীরা কুদ্দুস, নূর ইসলাম, শরিফুল ইসলাম বিপ্লব সহ আরও অনেকে হামলা করেন। হামলার পর এলাকা বাসি দ্রুত আহতদেরকে রক্তাত্য অবস্থায় কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে তাদের অবস্থা গুরু তর দেখে তাদের ফিরিয়ে দেয়।তারপর তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাহমুদ আলীর বোন মোসলেমা বেগম বলেন, যারা মেরেছে তারা সবাই মাদক সেবন কারী কোন সুস্থ লোক এভাবে কোন মানুষকে মারধর করতে পারেনা।
এ বিষয়ে মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বাজারের সকলের সামনে গোলযোগ হয়েছে ঘটনা সবাই জানে । খাঁজনার টাকা চাইতে গেলে দিতে পারেনি তাই গোলযোগ হয়েছে। তিনি আরও বলেন আমাদের পূর্বের গোলযোগ রয়েছে জমিজমা নিয়ে।