
নিজস্ব প্রতিবেদকঃমাদক সেবনের জন্য দাবী মত চাঁদার টাকা না দেওয়ায় সাংবাদিকের বাবাকে বেধড়ক পিটিয়েছে নাজমুল হোসেন রানা নামে এক সাবেক ছাত্রদল নেতা। বর্তমানে তিনি তালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।আহত সুনিল চক্রবর্তী তালা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তীর বাবা। এদিকে অভিযুক্ত যু্বক
তালা উপজেলা হাজরাকাটি এলাকার রাজ্জাক সরদারের ছেলে ও খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। বুধবার সকাল ৮টার দিকে হাজারাকাটি এলাকায় মারপিটের ঘটনাঘটে।
ভুক্তভোগীর ছেলে, গেল ৫ আগষ্টে গনঅভ্যন্থানে ক্ষমতা চ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ছাত্রদল নাম ধারী রানা বেপরোয়া হয়ে ওঠে। কয়েক মাস যাবত সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নাম ভাঙ্গিয়ে এলাকা গোড়ে তোলে মাদক সেবন ও চাঁদাবাজির অভয়অরন্য। তিনি অভিযোগ করে বলেন, কয়েক মাস ধরে মাস ধরে রানা তার কাছে মাদক সেবনের জন্য ভয় দেখিয়ে টাকা নিয়ে আসছিল। দুইতিন তাকে বাড়িতে না পেয়ে তার বাবার কাছে টাকা দাবী করে সে । দাবীমত টাকা না দেওয়ায় সোমবার সন্ধ্যায় তার বাবা সুনিল চক্রবর্তীকে হাজারাকাটি বাজারে প্রথম দফায় মারপিট করে। এরপর তিনি সহ তার পিতা তালা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে
আজ বুধবার সকালে তারা বাবা হাজারকাটি বাজারে গেলে বেধড়ক পেটাতে থাকে। ওই সময় স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানায়, নাজমুল হোসেন রানার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। মাদককান্ডে জড়িয়ে থাকার অপরাধে সে ছাত্রদল থেকে বহিস্কার হয়।গেল ৫ তারিখের পর থেকে সে বেপরোয়া হয়ে ওঠে। এর আগে হাজারকাটি গ্রামের লুৎফর শেখ পল্টু শেখ মেহেরুল সরদারের কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে সে তাদের মারপিট করেছে এর আগেই। এই বিষয়ে তারা সাতক্ষীরা পুলিশ সুপার সহ সেনাকর্মকর্তাদের দৃষ্টি আকর্শন করেছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতার কাছে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোনটি রিসিভ করেন নি।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো.মাইনুদ্দীন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।