
সাতনদী ডেস্ক:
কলারোয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মাস্টার ইন্তেকাল করেছেন। শুক্রবার সকালে কলারোয়ার নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। নূর উদ্দিন মাস্টার একজন চৌকস প্রধান শিক্ষক ছিলেন । সমসাময়িক সময়ে অনেকদিন শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি । তাঁর সাথে বড়ালী গ্রামের জনাব আশরাফ হোসেন সংগঠনের সেক্রেটারি ছিলেন । সমগ্র কলারোয়া উপজেলা তে তাদের সুখ্যাতি ছিল প্রশ্নাতীত।
নূর উদ্দিন মাস্টারের মৃত্যুতে শোকাহত হয়ে গভীর স্মৃতিচারণ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসি কলারোয়ার কৃতি সন্তান ও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন লাল্টু। নূর উদ্দিন মাস্টারের মুত্যুতে তিনি নিজের ফেসবুক ওয়ালে একটি আবেগঘন পোস্ট দেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
সকালে হাটতে বেরিয়ে পাঁচপোতার হোসেন (ফকির) এর ফোন পেয়ে কল দিলাম।ও হাবিলের সাথে ওদের গ্রামে। ওপাশ থেকে জানালো নূরউদ্দিন মাস্টার মারা গেছে । আঠাশ বছর আগের স্মৃতি আমাকে আচ্ছন্ন করে খুব কষ্ট পেয়েছি ।সদ্য বি এ পরীক্ষার কোন দিকে যাবো ভাবছিলাম ।সে সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাগত । আমাকে জোর করে নির্বাচনে নিয়ে গেল। যারা এই কাজে সবচেয়ে জোরালো ভূমিকা পালন করেছিলেন নূর উদ্দিন মাস্টার তার মধ্যে অন্যতম একজন । গফুর মাস্টার, শেখ গোলাম মোস্তাফা, লক্ষনপদ, সত্য পদ শেঠ, রজবালী সরদার, সামাদ, বাবুর আলী, নওশের আলী, আজিবার মাস্টার, ইব্রাহিম সরদার, ছেদ আলী সরদার, বাবর আলী সরদার, নূর ইসলাম, ঈমান মুহুরি, ডাঃ আবুল ফজলসহ ঐ গ্রামের নব্বই ভাগ মানুষের এবং বোয়ালিয়া গ্রামের সব মানুষের ভালোবাসা ও চাপে আমার মা নতি স্বীকার করে সম্মতি জ্ঞাপন করেন । আজকে সেই সমস্ত মানুষের অনেকেই পরপারে চলে গেছেন । আজকে নামাজ শেষে আমি যাদের সাথে চলেছি এবং মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি ।
নূর উদ্দিন মাস্টার একজন চৌকস প্রধান শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) ছিলেন । সমসাময়িক সময়ে অনেকদিন শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন ।তাঁর সাথে বড়ালী গ্রামের জনাব আশরাফ ভাই সংগঠনের সেক্রেটারি ছিলেন । সমগ্র কলারোয়া উপজেলা তে তাদের সুখ্যাতি ছিল প্রশ্নাতীত । সরকারি চাকুরি তোয়াক্কা না কলারোয়া উপজেলা তে তিনজন শিক্ষক নূর উদ্দিন মাস্টার, কলারোয়ার মুজিদ মাস্টার তুলসি ডাঙার আজিবার মাস্টার সাহেব রা এরশাদ বিরোধী আন্দোলনে প্রকাশ্যে অংশগ্রহণ করতেন । আজকের দিনে অনেকেই তাদের স্মরন করবে না এটাই স্বাভাবিক । কেননা নেতারা রাজনৈতিক চর্চার যায়গা থেকে অনেক দূরে ।ব্যক্তিগত আর সমালোচনার পশার বসিয়ে সকাল থেকে রাতে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে চক্ষু লাল করে সকালের শুরু করেন পুনরায় । তারপর আবার জানাযায় ভাগাভাগি । মোট সমর্থকদের অর্ধেক রা নেতাদের দেখাদেখি স্ব স্ব অবস্থান থেকে একই কাজ করে চলেছে । এককথায় রহমত বা দলের উপকার তো হয় না শুধুই পরিবেশ ভারি। যে কথা বলছিলাম । দমদম বাজার নির্মাণের শুরুতে উপরেল্লিখত ব্যক্তিরা বিরাট ভুমিকা নিয়ে আমাকে সাহায্য করেছেন । কলারোয়ার স্বর্ন যুগের নেতাদের পশ্চিম দিকে গমনের সময় দমদম বাজারে নূর উদ্দিন মাস্টার সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানে এক কাপ চা ছিল অপরিহার্য ।
আল্লাহ্ তাআলা সবার সাথে নূর উদ্দিন মাস্টার সাহেবকে বেহেস্ত নসীব করুন । তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । (আমীন )।