চট্রগ্রাম ব্যুরো: চট্রাগ্রামের তিন পুলিশ পরিদর্শককে বদলী করা হয়েছে। মীর মোহাম্মদ নুরুল হুদা অফিসার ইনচার্জ ইপিজেড থানা হতে অফিসার ইনচার্জ হিসেবে বন্দর থানায় বদলি। উৎফল বড়–য়া অফিসার ইনচার্জ পতেঙ্গা থানা হতে অফিসার ইনচার্জ ইপিজেড থানায় বদলী। মোহাম্মদ জোবাইর সৈয়দ পরিদর্শক (তদন্ত) কর্ণফুলী থানা হতে অফিসার ইনচার্জ হিসেবে পতেঙ্গা থানায় যোগদান।
অদ্য ১৫ই জুলাই ২০২০ইং তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ কমিশনার মো: মাহবুবুর রহমান (বিপিএম পিপিএম) এর এক আদাশে তিন পুলিশ পরিদর্শকের বদলি করা হয়।