চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ৩রা মে ২০শে রমজান সোমবার বেলা সাড়ে ৩টার ডিসি হিলের সামনে থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী বাবর সার্বিক সহযোগীতায় ও মহাসচিব মো: কামাল উদ্দিন এর নেতৃত্বে হতদরিদ্র রোজাদারদের মাঝে দুই হাজার পেকেট ইফতারি বিতরণ করা হয়। ইফতারি বিতরণ কালে ফোরামের নেতৃবৃন্দরা বলেন, আজকেই সময় এসেছে করোনার করুনাবস্থায় হতদরিদ্র অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাড়ানো উচিত। তাই রমজান মাস তথা লকডাউনের কথা বিবেচনা করে নাগরিক ফোরাম অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। এভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান রইল। ইফতারি বিরতরণে আরও উপস্থিত ছিলেন- ফোরামের সাংগঠনিক সম্পাদক ডা: শেখ মোহাম্মদ জাহেদ, কামরুল ইসলাম, মো: ইমতিয়াজ, কানিজ ফাতেমা, আনিস খোকন, মো: রাকিব শাহ আলম মাষ্টার, লাভলী ডিও, পংকজ কুমার প্রমুখ।