চট্টগ্রাম ব্যুরো: সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সম্মানীত উপদেষ্টা, দক্ষিণ চট্টগ্রামের প্রবীন শিক্ষাবিদ, সাবেক ইউপি সদস্য সমরেন্দ্র দত্ত (৮৭ বছর) গত ১৪ই জুলাই দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জস্থ বাসভবনে পরলোক গমন করেন। চট্টগ্রামের আনোয়ারা ঐতিহাসিক ঝিওরি গ্রামস্থ পারিবারিক শ^শানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সমপন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর চার পুত্র, দুই কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, গুনগ্রাহী রেখে গেছেন। প্রবীন এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা একুশে পদক প্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড: বিকিরন প্রসাদ বড়ুয়া, জাপানের অনারারি কনসুলার মো: নুরুল ইসলাম, চবি সিনেট সদস্য, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. মঞ্জুর-উল-আমিন চৌধুরী, সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক, চবি গবেষক, ভাস্কর ডিকে দাশ মামুন, চবি অধ্যাপক সুফিয়া বেগম, সাংবাদিক বেলায়েত হোসেন, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, যুব নেতা হাবিবুর রহমান হাবিব, সংগঠক উজ্জ্বল কান্তি বড়ুয়া, সমাজ ও সংস্কৃতি বিশ্লেষক দেবব্রত দে দেবু, অধ্যাপক উপনান্দ মহাথের, সাংবাদিক মুকুল শিকদার, শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক তাজুল ইসলাম রাজু, ডা: ডি কে ঘোষ, শিল্পি এম এ হাশেম, সংস্কৃতিক কর্মী রাহুল বড়ুয়া, কবিয়াল আবদুল লতিফ, কবিয়াল সন্তোস কুমার দে, নাট্যকর্মী জাহানার পারুল, এমরান হোসেন মিঠু, মেজবাহ উদ্দিন চৌধুরী, নিবেদিতা আচার্য্য, শিল্পি বৃষ্টি দাশ, প্রণব রাজ বড়ুয়া, হানিফুল ইসলাম হানিফ, ডা: শিউলী চৌধুরী, ফটো আর্টিস্ট দেব প্রসাদ দাশ দেবু, আইটি এক্সপার্ট মো: রাকিব, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, মুসলিম আলী জনি, অমলেন্দু রাহা প্রমুখ।