নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নে নির্বাচনকালীন সহিংসতা দুই জন আহত হয়েছে। আহতরা হলেন মশিয়ার রহমান ও ইব্রাহিম হোসেন সবুজ। আহতরা গ্রাম ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ্য আছে।
মোঃ ইব্রাহিম হোসেন সবুজ জানান, ‘আমি সাড়ে নয়টার দিকে ঘোনা মাছ বাজারে আমার ভাগ্নেকে নিয়ে বাজার করতে যাই। হঠাৎ চেয়ারম্যান প্রার্থী বজলুর লোকজন আমার উপর হামলা করে। এ সময় তারা জিআই পাইপ লাঠিসোটা সহ হামলায় অংশ নেয়।
অপরদিকে মশিয়ার রহমান বলেন, ‘মামার সাথে ঘোনা মাছ বাজারে গেলে হঠাৎ আমাদের উপর হামলা হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী বজলুর লোক জিল্লুর নেতৃত্বে হামলা হয়। তারা আমার মাথা লক্ষ্য করে জি আই পাইপ দিয়ে আঘাত করতে গেলে আমি হাত দিয়ে ঠেকাই। তখন আমার একটি আঙ্গুল ফেঠে রক্ত বের হয়। এ ছাড়াও শরিরের বিভিন্ন অংশে তারা আঘাত করে।’
এদিকে ঘোনার আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের জানান, “সকাল নয়টার দিকে আমি ঘোনা মাছ বাজারে মাছ কিনতে যাই। এ সময় একটি চায়ের দোকানে চা পানের জন্য বসলে জিল্লু আমাকে কিছু না বলে চায়ের দোকানীকে বলে দোকান বন্ধ কর। আমি প্রশ্ন করি ‘আমি চা খাব তাই দোকান বন্ধ করবে? এটা হয় নাকি।’ তখন বজলু উত্তর দেয় ‘দোকান থাকবে না কোন মারামারিও হবে না। আমাদের এলাকায় তোর আসা বন্ধ।’ এরপর আমি ওখান থেকে চলে আসি। কিছুক্ষণ পর খবর পাই জিল্লুর নেতৃত্বে আমার কর্মীদের উপর হামলা হয়েছে।
এদিকে জিল্লুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নির্বাচনের শুরুতেই স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় ঘোনায় সাধারন ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকার পরিস্থিতি থমথমে।