জাকির হোসেন সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনায় আলোচনা সভা ও ঘোনা ইউনিয়ন পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ঘোনা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঘোনা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাংবাদিক শাহাজাহান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ-সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিল উদ্দীন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ূর) প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিগত একবছর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপরে শ্বেতপত্র পাঠ, জন্মের সাথে সাথে জন্মনিবন্ধন করাই বিভিন্ন অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ পরবর্তী আলোচনা সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিজেদের মেধা ও যোগ্যতা আরো বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নকে তরান্বিত করতে সকলের প্রতি আহ্বান জানান।