ঘুমের ঘরে স্বপ্ন দেখি
বাংলাদেশের বুকটাকে
ঠুকরে ছিড়ে খাচ্ছে শুধু
ভিনদেশী নিচ দাঁড়কাকে।
দেশ দরদি যুবক সেনা
সবাই মিলে হাঁক ছাড়ে
বুক কাঁপানো স্বপ্নটা মোর
গভীর রাতে ঘুম কাড়ে।
লেখক:-
গাজী রায়হান হাফিজ
গ্রাম: হোসেন পুর
পোঃ বসন্ত পুর
থানা: কালিগজ্ঞ
জেলা: সাতক্ষীরা
মোবাইল : ০১৭৮৭১৬৯০৪৪