জাতীয় ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে নির্যাতনের শিকার চার ছাত্র ক্যাম্পাসে ফিরতে এখনো ভয় পাচ্ছেন। কলেজ কর্তৃপক্ষ অভয় দিলে তাঁরা ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন। নির্যাতনের শিকার হয়ে এক ছাত্র এখনো ঘুমের মধ্য চিৎকার করে উঠছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
নির্যাতনের শিকার ছাত্ররা কলেজের এমবিবিএস ৬২ ব্যাচের। তাঁদের অভিযোগ, ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ ফেব্রুয়ারি রাতে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসের ১৭-সি কক্ষে মারধর করা হয়। ‘বড় ভাইয়া’ ডেকেছেন বলে চারজনকে পর্যায়ক্রমে ওই কক্ষে নিয়ে যান ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের ওপর নির্যাতন করা হয়।
চার ছাত্রের মধ্যে আবু রাইয়াত ও মোবাশ্বির হোসেন নির্যাতনের ঘটনার পর বাড়ি চলে গিয়েছিলেন। দুদিন আগে তাঁরা বাড়ি থেকে লিখিত অভিযোগ কলেজের অধ্যক্ষ বরাবর পাঠিয়েছেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপর দুই ছাত্র সাকিব হোসেন ও জাহিদ হোসেন লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন।
‘ছেলেকে এখন ক্যাম্পাসে পাঠাব না। খুব ভয় পাচ্ছি।’
আবু জামাল, নির্যাতনের শিকার মেডিকেলের ছাত্র আবু রাইয়াতের বাবা
রাইয়াত ও মোবাশ্বিরের লিখিত অভিযোগেও তাঁদেরকে বেদম মারধর করার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে তাঁরা বলেছেন, ক্রিকেট স্টাম্প, পাইপ ও লাঠি দিয়ে তাঁদের হাত–পাসহ শরীরে বিভিন্ন স্থানে বেদম মারধর করা হয়েছিল। তাঁদের মুঠোফোনও রেখে দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, নির্যাতনের ঘটনার পর দুই সপ্তাহের বেশি সময় গড়ালেও অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে এখনো কথা বলতে পারেনি তদন্ত কমিটি।
রাইয়াত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে কলেজ থেকে যোগাযোগ করা হয়েছিল। আমি আমার অভিযোগ পাঠিয়ে দিয়েছি। আমাকে ভোর চারটায় ডেকে নিয়ে মারধর করা হয়েছিল। আমাকে যখন কক্ষে নিয়ে যায়, তখন সাকিব ও জাহিদকে সেখান থেকে বের করে আনা হচ্ছিল। তাঁদের চোখেমুখে তখন নির্যাতনের চিহ্ন ছিল।’