বিশেষ প্রতিবেদক : কালীগঞ্জ উপজেলার নলতা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি নলতা ইউনিয়ন শাখা থেকে গ্রাহকদের টাকা দিচ্ছেন না ব্যাংক কতৃপক্ষ। গ্রাহকদের মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা ও ক্ষোভ। গ্রাহকগনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, গ্রাহকরা দীর্ঘক্ষন অপেক্ষা করেও এই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন।ব্যাংকে কর্মরতদের একটাই ভাষ্য, ব্যাংক একাউন্টে নগদ টাকা না থাকায় আমরা কোন গ্রাহককে টাকা দিতে পারছিনা। অনেকেই বলছেন এই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ফলে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ ব্যাপারে ব্যাংকের ব্যাবস্থাপকের সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি আশ্বাস দেন আগামী সোমবার থেকে আমাদের এই সংকট সমাধান হবে । ভুক্তভোগী গ্রাহকরা অনতিবিলম্ব যাতে তাদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারে,সে ব্যাপারে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উদ্ধর্তন কতৃপক্ষ এবং জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন