নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের গ্রাম ডাক্তার সাইফুল্লাহ আনসারীর পুত্র মো. আয়াতুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার তাকে দেখতে ও তার চিকিৎসার খোজ খবর নিতে হাসপাতালে যান সাতক্ষীরার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
গ্রাম ডাক্তার সাইফুল্লাহ আনসারীর পুত্র মো. আয়াতুল্লাহ এর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, দপ্তর সম্পাদক রিপন ঢালী, প্রচার সম্পাদক প্রশান্ত ঢালী, সদস্য আবু বক্কর সিদ্দিক, পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক আলামিন হোসেন, প্রচার সম্পাদক উত্তম কুমার, সদস্য আলাউদ্দিন মিঠ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, লাবসা ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার পারভেজ সহ জেলা, উপজেলা ও পৌর শাখার সদস্যবৃন্দ।