প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ নব নির্বাচিত ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের কাছে তাদের পূর্নাঙ্গ কমিটি অনুমোদনের কাগজপত্র হস্তান্তর করেন। এসময় নব নির্বাচিত ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখা কমিটির গ্রাম ডাক্তারবৃন্দ সাতক্ষীরা জেলা কমিটি ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। শনিবার বেলা ১২টায় পুরাতন সাতক্ষীরায় সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটির কাগজ হস্তান্তর ও শুভেচ্ছা মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গ্রাম ডা. মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক গ্রাম ডা. আব্দুল গফফার, সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডা. অহিদুজ্জামান, সাধারন সম্পাদক গ্রাম ডা. এম এ হাসান, ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন নব নির্বাচিত কমিটির সভাপতি গ্রাম ডা. ইখতিয়ার উদ্দীন, সাধারন সম্পাদক গ্রাম ডা. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা. রেজুয়ান আলী, প্রচার সম্পাদক রোকনুজ্জামান সুজন প্রমুখ।