
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার প‚র্ণঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রেজাউল ইসলাম কে সভাপতি এবং আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট প‚র্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিকাশ চন্দ্র সরকার, মাহবুবর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শামীমা আক্তার, প্রচার সম্পাদক উত্তম কুমার পাল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য ও প: প: সম্পাদক প্রদীপ কুমার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন ফেরদৌসি, সমাজ কল্যাণ সম্পাদক ফারজানা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সুশান্ত কুমার, সন্তোষ কুমার, রবিউল ইসলাম, আজহারুল ইসলাম শফি, আব্দুল মালেক, সমীর কুমার, আলাউদ্দিন মিঠু, ইসমাইল হোসেন সুজন, হাসান জমাদ্দার এবং মো: শামসুজ্জামান। সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক এমএ হাসান এর সুপারিশ ক্রমে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি অনুমোদন এবং ঘোষণা দেন জেলা সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল গফফার। আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গতকাল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।