
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ইটাগাছা সেবা চিকিৎসালয়ের পরিচালক গ্রাম ডাঃ অনির্বাণ সরকারের বাবা গোবিন্দ চন্দ্র সরকার সোমবার দিবাগত মধ্যরাতে হার্ট এ্যাটাক জনিত কারনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, জেলা সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি হাবিবুর রহমান, শহিদুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নান্টু পদ পাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, সংস্কৃতি ও পরিবার পরিকল্পনা সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মহাসিনা আরা, জেলা কমিটির সদস্য আব্দুল খালেক, আব্দুল কাদের, আব্দুস সবুর, এসএম হাদিউজ্জামান, আবু কাওসার, রফিকুল ইসলাম, আশুতোষ কুমার রায়, মিজানুর রহমান, জামিলুল বাশার, শেখ আক্তার হোসেন, নজরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এমএ হাসান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গ্রাম ডাক্তার নেতৃবৃন্দ।
অন্যদিকে গ্রাম ডাঃ অনির্বাণ সরকারের বাবার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আল মদিনা ফার্মাসিটিক্যালসের এরিয়া ম্যানেজার আইয়ুব হোসেন রানা সহ ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।