গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন পল্লী সঞ্চয় ব্যাংক। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সিফাত মানজুর শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলামের কাছে সিলিন্ডারটি হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, ব্যাংক স্টাফসহ অনেকেই। করোনা পরিস্থিতিতে কোভিড রোগীর চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেন। সেই অক্সিজেনের যেন সংকট না পড়ে সেই লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারটি উপহার দেওয়া হয়।