কেশবপুর প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের হলরুমে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে স্বতন্ত্র প্রার্থী সহ চার জন চেয়ারম্যান ও নয় টি ওয়ার্ডের সকল সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এএসপি সার্কেল যশোর (মনিরামপুর) আশেক সুজা মামুন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, ভেরচী ক্যাম্প ইনচার্জ মঈনুল ইসলাম। এসময় মটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী রুবেল হোসেন বলেন ,আমার বাড়িতে গিয়ে হুমকি নির্বাচনী প্রচারে মাইক বন্ধ করা ৩ নং ওয়ার্ডে সারুটিয়ায় আমার কর্মীদের নির্বাচনী কাজে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বলেন,কিছু মানুষ নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য হুমকি দিয়ে বেড়াচ্ছে, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব বলেন, দল ক্ষমতায় আওয়ামী লীগের আমি চাইনা এমন কিছু ঘটুক যাতে আামার দলের মানহানি হয়।
গৌরীঘোনা ইউনিয়নের বডারে সাতটি প্রবেশ পথ রয়েছে সে সকল রাস্তা দিয়ে বহিরাগতদের প্রবেশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (মনিরামপুর) আশেক সুজা মামুন বলেন, সকল প্রবেশ মুখে ফোর্স মোতায়ন করা হবে।
মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, সব ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে বক্তারা প্রার্থী ও ভোটারদের আশ্বাস দেন।