আবু হাসান, কেশবপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২০ আগস্ট বিকালে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ৪, ৫, ৬, ৭ ও ৮নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে পৃথকভাবে পালিত হয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাউল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। গৌরীঘোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শফিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তীর সঞ্চালনায় আমেরিকান বাংলাদেশ মৈত্রী সুপার মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এসএম রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ- দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম দে, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ দত্ত, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান (হাবিব), সিনিয়র আ.লীগ নেতা সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্যানেল চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান কাজল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলক চক্রবর্তী, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আবহবক সরদার মিঠু, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম প্রমুখ।
গৌরীঘোনায় ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট