সাতনদী ডেস্ক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে শহরের খুলনারোড মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত পুরনজিৎ তনচংগ্যা (৫০) রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার নুনছড়ি মঈর পাড়ার হেন্দুলাল তনচাংগ্যার ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান স্যারের সার্বিক তত্ত্বাবধানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে মঙ্গলবার ভোর রাত্র ৪.১০ টায় এসআই (নি.) মিঠুন মজুমদার, এএসআই (নি.)/ মো. আলাউদ্দিন, এএসআই (নি.) মো. জিহাদ আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় খুলনা রোডস্থ ট্রাফিক বক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী পুরনজিৎ তনচংগ্যা (৫০)কে আটক করা হয়। ৮ আগস্ট ২০২৩ সাতক্ষীরা থানার মামলা নং-১৫।