
আশাশুনি প্রতিবেদক:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। (২১শে ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গাজী, আব্দুল গনি, ইউসুফ খাঁ সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা কমিটি কার্যকারী সদস্য সোহরাব হোসেন মোড়ল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালি, সাংগঠনিক সম্পাদক তুহিন সরদার, অর্থ সম্পাদক লালন সরকার, সদস্য রাশিদুজ্জামান, লালটু, হাসানুল, প্রবীর, মুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।