বিনোদন ডেস্ক:
দীর্ঘ প্রায় চার বছর পর ‘পাঠান’ সিনেমা পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এখনো বক্স অফিসে ব্যাপক ব্যবসা করছে সিনেমাটি। এবার মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা, ‘ডাঙ্কি’ ও ‘জওয়ান’ । আর ‘ডাঙ্কি’ দিয়েই প্রথমবারের মতো পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে পরিচালক জানান, তিনি মূলত স্ক্রিপ্ট অনুযায়ী কাস্টিং করে থাকেন। কিন্তু এই সিনেমা নাকি সেক্ষেত্রে ব্যতিক্রম।
তিনি বলেন, ‘যখন সঞ্জু বানাচ্ছিলাম তখন শাহরুখ আমায় বলেছিল, আমরা বুড়ো হয়ে যাচ্ছি, অনেক হল এবার চলো একটা সিনেমা করি একসঙ্গে। আমরা একে অন্যকে এবং কাজকে সম্মান করি।’
এই সিনেমার জন্য শাহরুখ যেভাবে নিজেকে প্রস্তুত করতেন সেটা দেখে মুগ্ধ হতেন বলে জানান রাজকুমার হিরানি। তিনি বলেন, ‘ডাঙ্কি একটি হাই ভোল্টেজ পারফরমেন্সের সিনেমা, এখানে বহু মনোলগ এবং লম্বা সিন আছে। তা সত্বেও শাহরুখ গোটা স্ক্রিপ্ট মুখস্থ করে আসত। প্রতিটা শব্দ ওর মুখস্থ থাকত। এমনকি ও অন্যদের সংলাপও মুখস্থ রাখত।’
এর আগে আমিরের সঙ্গে ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় কাজ করেছেন রাজকুমার হিরানি। এই দুই খানের মধ্যে কোন তফাৎ দেখলেন তিনি? এই প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘তাদের ওয়ার্ক এথিক মনে রাখার মতো।’