আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারে বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) দুপুর ৩ টা থেকে বিকাল ৫ পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ভোটররা ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২টি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ১১০ জন ভোটারের মধ্যে ১০৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। তুমুল প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ সভাপতি পদে রায়হান কবির (ছাতা প্রতীক) ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আঃ গফফার গাজী (আনারস প্রতীক) পেয়েছেন ৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে আমিনুর রহমান (আমিন) আনারস প্রতীক ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আব্দুল্লাহ সরদার (আপেল প্রতীক) পেয়েছেন ৩৭ ভোট। এর আগে সাধারণ সম্পাদক পদে মোর্ত্তাজুল মালী বিনা প্রতিদ্বনিদ্বতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অবঃ শিক্ষক ওবাদুল্লাহ ও সাবেক মেম্বার লুৎফর রহমান। প্রিজাইডিং অফিসার ছিলেন রওশন সরদার। সার্বিক তত্বাবধানে ছিলেন ও ফলাফল ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। ভোট চলাকালে ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।