ডুমুরিয়া প্রতিবেদক : ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিল, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ঊড্ডায়ন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। শনিবার (২৪ ডিসেম্বর ) সকালে স্থানীয় ফুটবল মাঠে উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকালে অতিথীদের আসন গ্রহন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন ঊড্ডায়নের পর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে এক আলোচনা সভা অনুিষ্ঠত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার খান আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ভিসি মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছিন আরেফিন,অন্যান্নদেও মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান,প্রকৌশলী তিমির কুমার মন্ডল,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, পুরাতন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন মোড়ল, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,কাজী শামছুর রহমান, অধির চন্দ বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক আতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার, পিন্টু বিশ্বাস, সরদার এখলাচুর রহমান। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যেমণি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ হেড কোয়াটারের অতিরিক্ত ডিআইজি সরদার মারুফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাষ্টার শফিকুল আলম। পরে অতিথিবৃন্দরা একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন । প্রবীন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়।