শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর উপজেলার গাবুরা গাইনবাড়ী জামে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত দক্ষিণ অঞ্চলের প্রচীনতম পবিত্র কোরআন শিক্ষা প্রতিষ্ঠান গাইনবাড়ী হাফেজিয়া মাদ্রাসা ও মা- খাদিজা (রা) এতিমখানা ও লিল্লাহ বোডিং এর ৫ তলা ভবন নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি, এম শফিউল আযম লেনিন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের খতিব হজরত মাওলানা আবু হানিফা মুহাম্মদ ত্বোহা, গাইনবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মোয়াল্লেম আলহাজ্ব হাফেজ আবু বক্কার সিদ্দিক, গাইনবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও গাইনবাড়ী জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অত্র মসজিদ এলাকার মুসল্লীবন্দ।