আমজাদহোসেন মিঠু, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নের রিংবাধ সংস্কার পরিদর্শনে যান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
শনিবার(২২ আগস্ট) বেলা ১১ টায় ক্ষতিগ্রস্থ এলাকায় পৌছালে অত্র এলাকার হাজার হাজার স্বেচ্ছাশ্রমে কাজ করা মানুষেরা সংসদ সদস্য,উপজেলা নির্বাহী অফিসার সহ সবাইকে স্বাগত জানান। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে হাজার হাজার জনতার উদ্দেশ্যে এমপি জগলুল হায়দার বলেন অতি দ্রুত আপনাদের সমস্যা সমাধান করা হবে। এসময় তিনি শ্যামনগরের উপকুলীয় এলাকার গুলোতে টেকশই বেঁড়িবাধ নির্মাণের কাজও দ্রুত শুরু হবে বলে সকলকে জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, ইউপি সদস্য, আওয়ামীলীগ ও অংগ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তবর্গ।