আব্দুর রহিম, কালিগঞ্জ: দেবহাটার কাজিরহাট ভারত সেবাশ্রম সংঘ (প্রণব মঠে) সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, দেবহাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি), কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হোসেন (ছোট), নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ। এসময় প্রণব মঠের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সূধিজন, ভক্তবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।