গাজীপুরে বসবাসরত সাতক্ষীরাবাসীদের উদ্যোগে গত (মঙ্গলবার) রাত ৮টায় এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তা'মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা,ট্রাষ্ট টঙ্গী পশ্চিম থানা অফিস এলাকায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
আয়োজকরা জানান, গাজীপুরে কর্ম ও জীবিকার তাগিদে বসবাসরত সাতক্ষীরার মানুষকে একত্রিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই এ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছিল।