জাতীয় ডেস্ক:
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুট গোডাউনে সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।’
তিনি বলেন, ‘আগুনের ঘটনা অনেক বড়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনও হতাহতের কোনও খবর পাইনি।’