আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের সাহেবের মোড়ে সরকারি শিশু ফুল গাছের বড় একটি শুকনা ডাল ভেঙে পড়ে মোটরসাইকেল আরোহী বাবু নামে (৫০) এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। জানাগেছে সে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১০টার দিকে প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল নিয়ে বাবু কালিগঞ্জের সাহেবের মোড়ে নামক স্থানে এসে দাঁড়ালে হঠাৎ করে সরকারি শিশু ফুল গাছের বড় একটি শুকনা ডাল ভেঙে পড়ে তার মাথায়, কিন্তু তার মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে যায় সে, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক আশেপাশের মানুষ তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় ঘটনাস্থলে থাকা দুইটি মোটর বাইক দুমড়ে মুচড়ে যায়। এজন্য রাস্তার পাশে থাকা শিশু ফুল গাছ থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।