
গাইবান্ধা প্রতিনিধি : বুধবার সন্ধ্যায় গাইবান্ধা কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে শহরের পুরাতন বাজারে নিরাপদ সবজি কর্নার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এই কর্নারের উদ্বোধন করেন। জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ সুপার প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ। বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় নিরাপদ সবজি চাষ বাড়াতে হবে। এই কর্নার থেকে মানুষ উপকৃত হবেন।