
তালা প্রতিনিধি
রবিবার রাত ১টার দিকে সাতক্ষীরা জেলার তালা থানা আকস্মিক পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) শেখ জয়নুদ্দিন-পিপিএম-সেবা। পরে রাত আড়াইটার দিকে তিনি খুলনার ডুমুরিয়া থানা পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন থানার সকল রেজিস্টার ও কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত পুলিশ ফোর্সের প্রস্তুতি, ডিউটির মান, শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় থানার দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
নিয়মিত ও আকস্মিক থানা পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন- অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন। পরিদর্শনকালে ডুমুরিয়া থানার ওসি, তালার থানার ওসি (তদন্ত)সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

