সাতনদী অনলাইন ডেস্ক: জুয়া খেলতে গিয়ে ৯ পুলিশ সদস্যকে আটক করেছে রাজশাহী শহরস্থ বোয়ালিয়া থানা পুলিশ। বুধবার( ৬ জানুয়ারি) গভীর রাতে পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে এ ঘটনায় জড়িতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যারা জুয়া খেলায় অংশ নিয়েছিলেন তাঁরা হলেন, হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রুহুল কুদ্দুস বলেন, ওই ৯ পুলিশ সদস্য গভীর রাতে বসে পিকনিক করছিলেন এবং জুয়া খেলছিল এ কারণে তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।