বিশেষ প্রতিবেদক, তালা: আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম গনসংযোগ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন। গতকয়েক দিন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন স্থানে, ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে, খেশরা ইউনিয়নের হরিনখোলা গ্রামসহ বিভিন্ন স্থানে, ইসলামকাটি ইউনিয়নের ওয়াজ মাহফিলেসহ এলাকায় সাধারণ মানুষের সাথে গনসংযোগ, তালা সদর ইউনিয়নের শাহাপুর ভায়ড়া এলাকার জেয়ালা যজ্ঞ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকাসহ সর্বক্ষণ সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন এই নেতা। তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন, সাধারণ জনগনই আমার শক্তি। আমি সারাটা জীবন সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থেকেছি। আমি তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান থাকাকালীন অসামান্য উন্নয়নের পাশাপাশি দুর্নীতি, জমি জবর দখলবাজ, দালালী করতে দেয়নি। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা এবং সমর্থনে আমি নির্বাচনে বিজয়ী হলে তালা উপজেলাকে আমূল পরিবর্তন ও স্মাট উপজেলার গড়ার লক্ষ্যে সন্ত্রাস, দখলবাজ মুক্ত, ন্যায়বিচার, সুশাসন, উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে নিরালস ভাবে কাজ করবো।