প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
গণভোট না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না: মিয়া গোলাম পরওয়ার
মীর খায়রুল আলম: বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপিকে বলবো আপনারা আমাদের দোস্তা বন্ধু। একসাথে তো অনেকদিন সংসার করেছি। এখন না হয় আলাদা সংসারে। তাই বলে আপনারা আমাদের ব্যানার পেস্টার ছিড়বেন এটা কেমন বন্ধুত্ব। রাজনীতিতে সুসম্পর্ক বজায় রাখুন। আপনাদের সাথে তো আমরা এক সাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। তাহলে কেন আপনাদের মুখে ফ্যাসিবাদের মত কথা। বিশ্ব বিদ্যালয়ের ভোট এদেশের নতুন বার্তা দিয়েছে। এই জোয়ারে দেশ বদলে যাবে। একটি দল ফেসবুকে স্ট্যাস দিয়ে বলেছেন জামায়াত দেশ গঠন, সংস্কার, অভ্যুথানে কোন ভূমিকা রাখেনি। আমি তাদের বলতে চাই তোমরা নতুন দল গঠন করেছো ভাল কথা। জন্মনিয়ে বাপের সাথে পাল্লা দিয়ো না। জামায়াত ইসলামী সংস্কার চাই না, জামায়াত দেশ গঠন চাই না এটা বলে আমরা যাতে তাদের কথায় সমালোচনা করি। কিন্তু আমরা আপনাদেরকে আমলে নেই না। জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছো, তাই বলে রাজনীতিতে অসম্মানজনক, অসৌজন্য কথা না বলে সঠিক রাজনীতি চর্চা করো। আমরা দোয়া করি তোমারা এগিয়ে যাও।
তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। আমরা চাই দেশের সংস্কার হোক। আমরা চাই নতুন রাষ্ট্র গড়তে হলে গনভোট দরকার। গনভোট হওয়ার পর দেশে জাতীয় নির্বাচন হবে। জুলাই সনদের আলোকে দেশ সংস্কার হলে অনেকের লুটপাট করা বন্ধ হয়ে যাবে। তিনি নোয়াখালির এক বিএনপি নেতার মন্তব্যকে উল্লেখ করে বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের মত জামায়াতকে নিষিদ্ধ করা হবে। বিএনপি’র কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি। আমরা তাদের কন্ঠে ফ্যাসিবাদী সুর পাচ্ছি। তাই তালা-কলারোয়াবাসীকে বলতে চাই তারা আমাদের সাথে পায়ে পা দিয়ে ঝামেলা সৃষ্টি করবে। তাই আমাদের নির্বাচন পর্যন্ত অসীম ধর্য্যরে সাথে চুড়ান্ত বিজয় আসা পর্যন্ত চুপ থেকে কাজ করে যেতে হবে। কোন প্রাকার উস্কানি বা ফাঁদে পা দেওয়া যাবে না।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আমরা এমন একটা দেশ রেখে যেতে চাই যেখানে আগামীদিনের নতুন প্রজন্ম সুখে শান্তিতে বসবাস করতে পারে। যে দেশে মানুষ না খেয়ে থাকবে না। মানুষের অন্নবস্ত্র, বাসস্থানের সমস্যা থাকবে না। মানুষ কাজ শিখবে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামকে জয়ী করতে হবে। ৫৪ বছরে দেশ শাসন করেনে তাদের সরকারের আমলে দুর্নীতি, অনিয়মে দেশ ভরে গেছিল। কিন্তু কোন সময় জামায়াতের এমপি, মন্ত্রীর কোন দুর্নীতি খুজে পাওয়া যায়নি। দেশের মানুষ সব দলকে ভোট দিয়ে দেখেছে। বাকি আছে জামায়াতকে দেখা। আমরা এমন দেশ গড়তে চাই যেখানে দুর্নীতি থাকবে না, থাকবে না লুটপাট হবে না। যেখানে থাকবে ন্যায় বিচার, কুরআনের শাসন। সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। দেশের হিন্দুরাও চাই জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক। কারণ জামায়াত ক্ষমতায় এলে তারা বেশি নিরাপদ থাকবে। আল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা দেন আমরা শাসক হব না, সেবক হব। সোমবার সাতক্ষীরার তালা উপজেলায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তালা উপজেলা জামায়াতের আমীর মাও: মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যরা।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.