নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেল দিবস ২০২৩ পালন করেছে সাতক্ষীরা গণপূর্ত বিভাগ। বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা কালেক্টর পার্ক চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করেন সাতক্ষীরা এলজিইডি’র কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. তানভীর হোসাইন, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) মো. ফিরোজ আলী, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুখেন্দু সরদারসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল র্যালি ও আলোচনা সভায় অংশ নেন তারা।
গণপূর্ত বিভাগের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট