নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের খড়িবিলায় ঘের দখলে অভিযোগ উঠেছে। ঘটনাটি চলতি মাসের ৭ তারিখ সকাল ১০ টায় ঘটে। কয়েকযুগ ধরে আবুল কাশেম কর্তৃক ঘেরটি লিজ নিয়ে চাষ করলেও চাষের মাছ সমেত ঘেরটি বেদখল করার অভিযোগ উঠেছে ওই এলাকার মনিরুল, সামছুর, মুনছুর, আকছেদ ও আলামিনের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরা সদরের খড়িবিলায় বেশ কয়েকজনের কাছ থেকে জমি লিজ নিয়ে একই এলাকার মৃত. নিছার সরদারের ছেলে আবুল কাশেম কয়েকযুগ ধরে সমন্বিত চাষের মাধ্যমে মাছ ও ধান চাষ করতেন। জমির মালিকদের মধ্যে সেলিনা খাতুন অন্যতম। সম্প্রতি সেলিনা খাতুনের ভাই কাজী আলামিন হোসেন (৫০) এর সাথে পারিবারিক বিরোধ হয়। সে সূত্রে সেলিনা খাতুনের জমি যা আবুল কাশেম তার ঘেরের সাথে যুক্ত করে মাছ চাষ করেন সেটি চলতি মাসের ৭ তারিখ বুধবার সকাল ১০টায় দখলের চেষ্টা চালায় আলামিন। আলামিন ও ইটাগাছার মৃত মফেজউদ্দীনের ছেলে আকছেদ সরদারের নেতৃত্বে এসময় দখল-বেদখলে পেশীশক্তী হিসেবে সহযোগীতা করে ইটাগাছা এলাকার এয়াকুব্বার সরদারের ছেলে মনিরুল, সামছুর ও মুনছুর। আবুল কাশেমের পুরো ঘেরের মাছ একত্রিত করে অল্প জায়গায় নেট-পাটা দিয়ে ঘেরা দিয়ে রাখে তারা। সুযোগ বুঝে আবুল কাশেমের চাষকৃত প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মাছ লুট করে বিক্রি করে দেয় ওই চক্রটি। বাকি মাছও বিক্রির পায়তাড়া চালিয়ে যাচ্ছে তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফর রহমান জানান, ‘আবুল কাশেম অনেকদিন ধরে এখানে মাছ চাষ করে। আলামিন লোকজন নিয়ে এসে কাশেমের ঘেরে লুটপাট চালিয়েছে।’
অভিযুক্তদের মধ্যে আকছেদ সরদার জানান, ‘আমাদের পৈত্রিক সম্পত্তি যতটুকু আছে আমরা ততটুকু জমি নেট দিয়ে ঘিরে রেখেছি।’
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জীব জানান, ‘জায়গা জমি নিয়ে বিরোধে নেট-পাটা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জুলাই) বাদী বিবাদীদের আসতে বলেছি। কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।’