প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২২, ১০:১১ অপরাহ্ণ
খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, চেয়ারম্যানের উদ্যোগে মেরামত
বি এম আলাউদ্দীন:বৃষ্টি ও নিম্ন চেপের কারণে প্রবল জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। সোমবার দুপুরের জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের ৭/২নং পোল্ডারের গদাইপুরের আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ১০ হাত জায়গা জুড়ে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, রোববার থেকে একাধারে টানা বৃষ্টি হচ্ছে। সেই সাথে নিন্মচাপের কারণে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দুপুরের জোয়ারে হঠাৎ করেই আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ৩০০ বিঘা জমির ঘের তলিয়ে গেছে।বিকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভেড়িবাঁধ মেরামতকরা হয়।
খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভেড়িবাঁধ মেরামতের হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ভাঙন কবলিত বাঁধ মেরামতের জন্য তড়িৎ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.